রবির সাথে আটলান্টিস ডেকোরার কর্পোরেট চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০২ ১৮:২২:০৯


রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট সংযোগ উপভোগ করতে কর্পোরেট চুক্তি সই করেছে দেশের অন্যতম ই-কমার্স আটলান্টিস ডেকোরা।

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত আটলান্টিস ডেকোরার প্রধান কার্যালয়ে রবি’র কর্পোরেট বিজনেস অফিসার নাবিদ রহমান এবং আটলান্টিস ডেকোরার ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তির আওতায় আটলান্টিস ডেকোরা ম্যানেজমেন্ট রবি’র কাছ থেকে বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস), ভয়েস, ডাটা, বাল্ক এসএমএস সেবা গ্রহণ করবে।

আটলান্টিস ডেকোরা দেশের অন্যতম একটি ই-কমার্স মার্কেটপ্লেস। বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যামাজনের পণ্যও মিলবে আটলান্টিস ডেকোরায়। বাংলাদেশীদের দোরগোড়ায় ভালো মানের পণ্য পৌঁছে দিতে কাজ করছে এই ই-কমার্সটি।

এম জি