কাপাসিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০২ ২০:২৬:২৭


গাজীপুরের ঢাকা-কাপাসিয়ায়-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

বুধবার (২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার তরগাঁও ইউনিয়নে মিয়ার বাজার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের একজনের নাম কাশেম (৬৮)। তাৎক্ষণিক অন্য যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় দুজন যাত্রী কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি উজান ভাটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। চারজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ‘উজানভাটি পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জে থেকে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন অপরজন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিএনজি অটোরিকশায় থাকা অন্য তিন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, ‘নিহতদের পরিচয় সংগ্রহ প্রচেষ্টা চলছে। এ দুর্ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এএ