বাংলা একাডেমির তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৩ ১০:১৬:৪৮


বাংলা একাডেমি পরিচালিত তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় এ তিনটি পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ তিনটি সাহিত্য পুরষ্কার হলো- সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার।

সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন গবেষক ড. রাজিয়া সুলতানা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন গবেষক ড. ইসরাইল খান।

কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন ছড়াকার সিরাজুল ফরিদ।

এনজে