ভোমরায় তিন মাসে ৮৬০ কোটি টাকার পণ্য রফতানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৩ ১১:০১:২৪


মহামারি করোনাভাইরাসের সংকট শিথিল হওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাড়ছে পণ্য রফতানি ও আয়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এ সময় ৮৬০ কোটি টাকারও বেশি পণ্য রফতানি করা হয়। ব্যবসায়ী ও বন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতে বাংলাদেশী পণ্যের চাহিদা বাড়ায় রফতানি আয় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়েছে ৯৩ হাজার ৩৬০ দশমিক ১১ টন। যার রফতানি মূল্য ৮৬০ কোটি ৩৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় রফতানি হয়েছিল ৬৭ হাজার ৪৪৪ টন পণ্য। যার রফতানি মূল্য ছিল ৭১৫ কোটি ১৪ লাখ টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রফতানির পরিমাণ ২৫ হাজার ৯১৬ দশমিক ১১ টন বেড়েছে। অন্যদিকে আয় বেড়েছে ১৪৫ কোটি ২৫ লাখ টাকা।

এ বন্দর দিয়ে যেসব পণ্য রফতানি হয় তার মধ্যে অন্যতম গার্মেন্টস বর্জ্য, তাঁতের শাড়ি, রাইস ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারকেল শলা, প্রাণ জুস, লিচু ড্রিংকস, প্রাণ চানাচুর ও চিপস।

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু জানান, রফতানি বা আমদানি উভয় দিক থেকে ভোমরা স্থলবন্দর খুবই সম্ভাবনাময়। খুব সহজে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি করা যায়। যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো, তেমনি এখানে পণ্য বা যানজটও থাকে না। ফলে দেশের বড় বড় রফতানিকারক প্রতিষ্ঠান ভোমরা বন্দর ব্যবহার করতে আগ্রহী। অন্যদিকে বিশ্বব্যাপী করোনা সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে। ফলে রফতানি আয় বেড়েছে।

এনজে