হিমাদ্রী হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৩ ১৫:১৫:০২
চট্টগ্রামে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। খালাস দেয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই আসামিরা হিংস্র বিদেশি কুকুর লেলিয়ে হিমাদ্রিকে হত্যা করে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।
এর আগে, ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর কুকুর লেলিয়ে দেয়া হয়। পরে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেল শিক্ষার্থী হিমাদ্রী।
এম জি