মাদকের বিরুদ্ধে প্রচারনায় ফেরদৌসী
|| প্রকাশ: ২০১৫-১০-১৫ ২২:৪০:১৭ || আপডেট: ২০১৫-১০-১৫ ২২:৪০:১৭

কর্মব্যস্তার ফাঁকে গত তিন বছর ধরে মাদকের বিরুদ্ধে লড়ছেন নারী সমাজসেবী কর্মী ও আনসার ভিডিপি ঢাকা কোতয়ালী থানার প্রশিক্ষিকা ফেরদৌসী খাতুন। তিনি নিজ উদ্যোগে পুরান ঢাকার লক্ষীবাজারে অবস্থিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রচারনা ছাড়াও তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী লিফলেট বিতরণ করছেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণী মানুষের কাছে তিনি এ প্রচারণা করছেন। তবে উঠতি বয়সী তরুণ যুবকদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে তিনি বেশি মনোযোগী বলে জানা গেছে।
সাহসী নারী ফেরদৌসীর এ কাজের প্রসংশা করে স্থানীয় কাউন্সিলর হাজী সেলিম জানান, মাদক পুরান ঢাকার একটি বড় সমস্যা। বর্তমানে যুব সমাজ যেভাবে মাদকে ঝুঁকছেন, তাতে শুধুমাত্র কয়েকজনের প্রচারনা করলে সমাধান হবে না। তিনি বলেন, সমাজ সেবী নারী ফেরদৌসীর মতো আমাদের সবার উচিৎ এ ধরনের কাছে এগিয়ে আসা। স্থানীয় শিক্ষানুরাগী মো. হেলাল উদ্দিন জানান, একজন নারী হয়ে ফেরদৌসী যে কাজ করছেন তাতে তার প্রশংসা করলে তাকে ছোট করা হবে। তিনি বলেন, যুব সমাজকে বাঁচাতে হলে তার মতো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকা অনুদান
-
ক্রেতাদের জন্য আমরা ব্যাপক চমক নিয়ে আসছি: ওয়ালটন সিইও
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পূবালী ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান
-
প্রাইম ব্যাংক এবং রেসপন্স প্লাস হোল্ডিং পিজেএসসি-এর মধ্যে চুক্তি
-
সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে জেএমআই গ্রুপ