হঠাৎ বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৪ ২০:১৫:০৮


বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না। যাত্রীসংকটের অজুহাত তুলে লঞ্চ মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন রাতে বরিশাল থেকে চারটি ও ঢাকা থেকে চারটি লঞ্চ ছেড়ে আসে।

বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, ঘাটে পারাবাত-১৮, মানামী, সুরভী-৯, শুভরাজ ও প্রিন্স আওলাদ-১০ রয়েছে। প্রতিটি লঞ্চের প্রবেশপথ বন্ধ রয়েছে।

বিভিন্ন দাবিতে সারা দেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামীকাল শনিবার বরিশালে বিএনপির সমাবেশের আগে বৃহস্পতিবার পূর্বঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ৩০ অক্টোবর বাস মালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডাকে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক-শ্রমিক ইউনিয়ন।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন এমভি কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস। তিনি বলেন, গণসমাবেশ ও শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরদৌস আরো বলেন, যে যাত্রী পাওয়া যাবে তাতে লঞ্চের ব্যয় উঠবে না। আর্থিক ক্ষতি করে তো চালাব না। একইভাবে ঢাকা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

বিআইডাব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, শুক্রবার বরিশাল নৌবন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। কারণ বিকেল পর্যন্ত কোনো লঞ্চের কাউন্টার খোলেনি। ঢাকা যাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তাও এখন পর্যন্ত নেওয়া হয়নি। লঞ্চ কেন যাবে না, কোনো মালিক তাদের অবহিত করেননি। তাই তারাও জানেন না কেন লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘লঞ্চ চলবে না, সেটি কোনো মালিক অবহিত করেননি। কিন্তু শুনতে পেয়েছি শুক্রবার বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। ঢাকায় খবর নিয়েছি। সেখান থেকেও বরিশালের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসবে না। ’

এএ