টাঙ্গাইলে ভাই-বোনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৫ ০৯:৫৪:৪৯


টাঙ্গাইলের মির্জাপুরে পাশের বাড়ির বিল্ডিংয়ের নির্মাণাধীন ব্যাচ কাটার গর্ত থেকে ভাই ও বোনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোহাগপাড়া গ্রামের খোরশেদ মিয়া ওরফে খুক্কু মিয়ার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুরা হলো- উপজেলার সোহাগপাড়া গ্রামের লাল খানের ছেলে আব্দুল্লাহ (৩) ও সখীপুর উপজেলার নলুয়া গ্রামের ফজলুল হকের মেয়ে খাদিজা (৩)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই ও বোন।

এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান জানান, শুক্রবার দুপুর ২টার পর থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৭টার দিকে পাশের বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের জন্য ব্যাচ কাটার গর্ত থেকে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তিনি জানান, নিহত শিশুদের পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এম জি