বিআইআই এর সাথে পূবালী ব্যাংকের ৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৫ ১৭:২৪:৩৪
যুক্তরাজ্যের উন্নয়ন অর্থ সংস্থা ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) এর সাথে পূবালী ব্যাংক লিমিটেডের ৫০ মিলিয়ন ডলারের মেয়াদী ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম রেহান রশিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, মহাব্যবস্থাপক ও আন্তর্জাতিক বিভাগ প্রধান নিশাত মাইসুরা রহমান এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট এক্সিকিউটিভ মুকিত-আল রহমান উপস্থিত ছিলেন।
এএ