টি-টোয়েন্টি বিশ্বকাপ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৩ পরিবর্তন
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১১-০৬ ১০:০৩:১৭
দুই দলের জন্যই সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচ। এমন ম্যাচে টস জিতে পাকিস্তানেকে বোলিংয়ে পাঠাল বাংলাদেশ।
অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস। এ ফল বাংলাদেশের পক্ষেই গেল। এখন জিতলেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের।
এমন সমীকরণে অ্যাডিলেডের ওভালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ দেয়া হয়েছে ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে। তাদের পরিবর্তে দলে নেয়া হয়েছে সৌম্য সরকার, এবাদত হোসেন এবং নাসুম আহমেদকে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।