ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৬ ১১:১৩:৩১


নরসিংদীর রায়পুরায় যৌতুকের জন্য লাভলী আক্তার (৩০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী সুজন মিয়া (৩৫)। শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা রায়পুরা ইউনিয়নরে মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার থানার এসআই আমিনুল ইসলাম।

নিহত লাভলী আক্তার শ্রীনগর ইউনিয়ন আব্দুল্লাহ চরের মো. আমান উল্লাহ মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, র্দীঘদিন ধরে যৌতকের জন্য লাভলীর সঙ্গে ঝগড়া চলছিল সুজন মিয়ার। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুজন ছুরি দিয়ে লাভলীর শরীরে আঘাত করেন। পরে সুজন পালিয়ে যান।

রোববার (৬ নভেম্বর) সকালে স্থানীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাভলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাভলীকে মৃত ঘোষণা করেন।

এম জি