ছেলের ধাক্কায় বাবা নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৭ ১৫:৪৪:০৫
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৬ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী (৫৫) চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে শাহিন আলীকে আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে মৃত আব্দুল বারীর বড় ছেলে ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিল শাহিন। এসময় আব্দুল বারী শাহিনকে বাধা দেয়। এতে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিন তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় খাটিয়ার পায়ার সাথে আঘাত লেগে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় অভিযুক্ত ছেলে শাহিনকে আটক করা হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম জি