পূবালী ব্যাংকে হোম লোন প্রোডাক্টস বিষয়ক কর্মশালা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৭ ১৯:০২:০১
পূবালী ব্যাংক লিমিটেড কনজুমারস্ ক্রেডিট ডিভিশন এর উদ্যোগে হোম লোন প্রোডাক্টস বিষয়ক একটি কর্মশালা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জাহিদ আহসান। সভাপতিত্ব করেন কনজুমারস্ ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলাম।
কর্মশালায় প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগ প্রধানগণ; ঢাকার তিন অঞ্চল (দক্ষিণ, উত্তর, কেন্দ্রীয়) এবং নারায়ণঞ্জ ও গাজীপুর অঞ্চলের অঞ্চল প্রধানগণ, শাখা প্রধানগণ, উপশাখা প্রধানগণ, ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধানগণ, ঢাকা মহানগরের কর্পোরেট শাখা প্রধানগণ, সংশ্লিষ্ট ঋণ কর্মকর্তা, আইনকর্মকর্তা এবং সিএলএস এজেন্টগণ অংশগ্রহণ করেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি শেলটেক প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।
এএ