সুবর্ণচরে বাবা-মাকে বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৭ ২০:১৩:৩১


নোয়াখালীর সুবর্ণচরে বাড়িতে হামলা চালিয়ে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দেওয়ার পর চর জব্বর থানা পুলিশ ভুক্তভোগী কিশোরী ও তার বাবা-মাকে উদ্ধার করে।

গুরুতর আহত অবস্থায় কিশোরীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী হোসেন বাহিনী ও তার লোকজন হামলা ও ধর্ষণে জড়িত। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোরীর বাবার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দখলে নেন স্থানীয় হোসেন। শনিবার রাতে কিশোরীর বাবা পরিবার নিয়ে আশ্রয়ণ প্রকল্পে এসে দখলে নেওয়া ঘরের তালা ভেঙে ঘরে ঢোকেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার জের ধরে হোসেন তার বাহিনীর ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে আসে। এ সময় মোয়াজ্জেম নামের এক ব্যক্তি দরজা খুলতে বলেন। এসময় ১০-১৫ জন লোক ঘরে ঢুকে বাবা-মাকে বেদম মারধর করে হাত পা বেঁধে রাখে। কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বর্বরোচিত এই ঘটনার কঠিন শাস্তি চান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, কিশোরী হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, রাতে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএ