চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরীতে উৎপাদন শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৮ ১০:৫৯:০৬
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরীতে উৎপাদন শুরু করেছে কয়েকটি কারখানা। ব্যবসায়ীরা বলছেন, এতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আমদানি-রফতানি বাণিজ্যও বাড়বে। বিনিয়োগকারীরা চান নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতসহ ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় উচু ভূমি।
চট্রগ্রামের সীতাকুন্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপকূলীয় এলাকার প্রায় ৩০ হাজার একর জায়গায় গড়ে উঠেছে বঙ্গবন্ধু শিল্পনগর। বিশাল এলাকাজুড়ে কয়েকবছর ধরে চলা কর্মযজ্ঞের সুফল পাওয়ার অপেক্ষা শেষ। নিপ্পন, ম্যাকডোনাল্ড স্টিলের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে উৎপাদন কর্মকাণ্ড।
সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে ২০ একর জায়গায় প্রতিষ্ঠিত এশিয়ান পেইন্টস-এর কারখানাতেও চলছে উৎপাদন। বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত আরও ৪টি প্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও এখন পুরোদমে চলছে উৎপাদন কাজ। কিছুদিনের মধ্যে এগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই শিল্পনগরে বিদেশি বিনিয়োগ হয়েছে ৯২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।
ব্যবসায়ীরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মুখেও দেশে নতুন কারখানা স্বপ্ন দেখাচ্ছে নতুন দিনের। দেশের বড় এই অর্থনৈতিক অঞ্চলের কারখানাগুলো উৎপাদনে যাওয়ায় বাস্তব রূপ পেল স্বপ্নের প্রকল্প। ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে আরও অন্তত ১০টি প্রতিষ্ঠান উৎপাদনে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।
এএ