পশ্চিমা ৭৪ অস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠানের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৮ ১৬:২২:৫৮
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ৭৪টি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
মঙ্গলবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছে। খবর আনাদোলুর।
যুক্তরাষ্ট্র ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে— বুলগেরিয়া, ব্রিটেন, জার্মানি, কানাডা, লিথুনিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, মন্টিনের্গো ও এস্তোনিয়ার অস্ত্র তৈরির প্রতিষ্ঠান রয়েছে।
এটা রাশিয়ার দ্বিতীয় নিষেধাজ্ঞার তালিকা। এর আগে গত মে মাসে প্রথম তালিকা প্রকাশ করে মস্কো।
এনজে