ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১১-০৮ ১৭:৩৭:২১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৮২ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী।
মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ২২৩ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৪৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২৭৬ জন।
এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ৪৫০ জন ঢাকার হাসপাতালে, আর ৩৭০ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
এম জি