ডিজিটাল লেনদেনের এক নতুন দিগন্ত ‘বিনিময়’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১১ ১৮:৩২:৫৫
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপগুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগের নাম ‘বিনিময়’, যা সর্বজনীন ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী প্ল্যাটফর্ম। স্বচ্ছতার পাশাপাশি পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করবে, সেই সঙ্গে লেনদেনের খরচ কমাবে।
সরকার চলতি বছরগুলোতে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সব অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল (Interoperable) করার উদ্যোগ নিয়েছে। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে।
‘বিনিময়’ সব ধরনের আর্থিক লেনদেন, যেমন- কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ই-কমার্স সম্পর্কিত লেনদেন সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছ করবে।
‘বিনিময়’ (Interoperable Digital Transaction Platform) ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে অভ্যন্তরীণ লেনদেন প্রতিষ্ঠার জন্য স্থাপন করা হয়েছে, যা নগদ লেনদেনকে নিরুৎসাহিত করবে। কেন্দ্রীয় ব্যাংক আইডিটিপি (IDTP) বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি পাইলট প্রোজেক্ট গ্রহণ করেছে। যেখানে দেশের স্বনামধন্য ১২টি ব্যাংক, দু’টি পিএসপি এবং তিনটি এমএফএস সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান উক্ত পাইলটিংয়ে অংশগ্রহণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে ‘বিনিময়’ প্ল্যাটফর্মকে সংযুক্ত করেছে।
ব্যবহারকারীরা সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মোবাইল অ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে সমর্থ হবেন। সিস্টেমটি অত্যন্ত সুরক্ষিত, কারণ প্রতিটি লেনদেনের জন্য একটি দ্বি-মাত্রিক প্রমাণীকরণ (Two-factor authentication) প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। যদি সেবাগ্রহীতা নিবন্ধন বা লেনদেন সম্পর্কিত কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন, সেক্ষেত্রে তিনি ব্যবহৃত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে সমাধান পাবেন। তাই সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, ‘বিনিময়’ সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য দ্রুত নিজ নিজ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার জন্য।
যদিও রোববার (১৩ নভেম্বর) প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে উদ্বোধনের আগেই প্লাটফর্মটির Testing Version জনসাধারণের জন্য উম্মোচন করা হয়েছে। যাতে গ্রাহক ও নিবন্ধনকারী আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা যায় এবং তা দ্রুত সমাধানকল্পে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। যেহেতু প্লাটফর্মটি প্রাথমিক পর্যায়ে আছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যথাপোযোগী উন্নয়ন সাধনের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এবং আইসিটি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাই সব স্তরের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য। ‘বিনিময়’ জাতীয় পেমেন্ট গেটওয়ে হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে, যা সেবাগ্রহীতাদের একই সঙ্গে ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ লেনদেনের নিশ্চয়তা প্রদান করবে।
এএ