বিশ্বকাপের জন্য তারুণ্যনির্ভর দল ঘোষণা করল স্পেন

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১১ ১৯:১৭:৫০


কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। সেই দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় সার্জিও রামোস, ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগার। কোচ লুইস এনরিকে দল ঘোষণা করেছেন অনেকটা তারুণ্যনির্ভর দল।

ডেভিড ডি গিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি। গোলরক্ষকের তিনটি স্থান দখল করেছেন উনাই সিমন, রবার্ট সানচেজ ও ডেভিড রায়া। বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে স্কোয়াডে আছেন এরিক গার্সিয়া, জর্দি আলবা, সার্জিও বুস্কেটস, গাভি, পেদ্রি, ফেরান তোরেস ও আনসু ফাতি। রিয়াল মাদ্রিদ থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুজন। তারা হলেন- দানি কারভাহাল ও মার্কো অ্যানেন্সিও।

বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ সামলাবেন কারভাহাল, আজপিলিকুয়েটা, জর্দি আলবা ও আইমেরিক লাপোর্তেরা। আক্রমণভাগে আছেন আনসু ফাতি, অ্যাসেন্সিও, ফেরান তোরেস, দানি ওলমোদের মতো তরুণ খেলোয়াড়রা।

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)।

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আজপিলিকুয়েটা (চেলসি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), পাউ তোরেস (ভিয়া রিয়াল), আইমেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সেলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া) )।

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস (বার্সেলোনা), রদ্রিগো (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সোলার (ভ্যালেন্সিয়া), মার্কোস লরেন্তে (অ্যাতলেটিকো মাদ্রিদ), পেদ্রি (বার্সেলোনা), কোকে (অ্যাতলেটিকো মাদ্রিদ)।

ফরোয়ার্ড: ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), ইয়েরেমি পিনো (ভিলারিয়াল), আলভারো মোরাতা (অ্যাতলেটিকো মাদ্রিদ), মার্কো অ্যাসেন্সিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি ওলমো (লাইপজিগ), আনসু ফাতি (লিপজিগ) বার্সেলোনা)।

এএ