১২ লাখ টন চাল মজুদের পরিকল্পনা ইন্দোনেশিয়ার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১২ ০৯:১৪:২৬


অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হেনেছে। এ পরিস্থিতি মোকাবেলা করতে চলতি বছরে ১২ লাখ টন চাল মজুদের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। এ মজুদ দেশটির অভ্যন্তরীণ চাহিদার ৩ দশমিক ৯ শতাংশ পূরণ করতে সক্ষম। ন্যাশনাল ফুড এজেন্সির (বাপানাস) একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বাপানাসের জ্যেষ্ঠ কর্মকর্তা গুসতি কেতুত আস্তাওয়া রয়টার্সকে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সরকারি খাদ্য মজুদকারী সংস্থা বুলগের কাছে বর্তমানে সাত লাখ টন চাল মজুদ রয়েছে। এছাড়া সরকার আমদানির পরিবর্তে অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে আরো পাঁচ লাখ টন চাল মজুদ করায় অগ্রাধিকার দেবে।

ইন্দোনেশিয়ান পরিসংখ্যান অফিসের তথ্যমতে, অক্টোবর-ডিসেম্বরে আনুমানিক ৫৯ লাখ টনসহ চলতি বছর দেশটিতে চালের উৎপাদন ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে প্রায় ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার টনে উন্নীত হবে।

এনজে