বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো ১৬ নভেম্বর পর্যন্ত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১২ ১৮:৩০:৪৩
বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে ফের সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবান জেলার থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ তিন উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হলো। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, আলীকদম ও লামা উপজেলা ভ্রমণে কোনোধরনের বিধিনিষেধ নেই।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে চলমান নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রোয়াংছড়ি ও রুমা উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে গত ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম ও থানচিসহ ৪ উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে গত ১২ নভেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু শনিবার আবারও এই নিষেধাজ্ঞা বাড়িয়ে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বলবৎ করা হয়েছে।
এম জি