খিলগাঁওয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১২ ২০:৪০:৪৪


রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে মোছা. কবিতা আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বিকেলে খিলগাঁও থানা পুলিশে মরদেহটি উদ্ধার করে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে আমরা খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়ার মসজিদ গলি এলাকার ৪৫/ক এর একটি বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করি। গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আত্মীয়-স্বজনের কাছ থেকে জানতে পারি কবিতা আক্তার মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা আব্দুল মালেক রিকশা চালান। মা বাসাবাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হুমনা থানার মনিপুর গ্রামে। সপরিবারে তারা খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।

ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এম জি