যুক্তরাষ্ট্রে ২ বিমানের সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৩ ১৭:৫৮:০৩


যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়ন প্রদর্শনীতে অংশ নেওয়া দুটি ঐতিহাসিক সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমান দুটিতে কয় জন আরোহী ছিলো তা জানায়নি কর্তৃপক্ষ। এছাড়া ভূমিতে থাকা কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারেও কোনো তথ্য জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৬ হতে পারে। দুর্ঘটনার পরপর ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে ছুটে যায় জরুরি উদ্ধারকর্মীরা।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস এবং একটি বেল পি-৬৩ কিংকোবরার মধ্যে দুপুর ১টা ২০ মিনিটের দিকে সংঘর্ষ হয়। ডালাস শো ওভার মেমোরেটিভ এয়ার ফোর্স উইংসের সময় সংঘর্ষটি ঘটে।

বি-১৭ হচ্ছে বিশাল চার ইঞ্জিনের বোমারু বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান শক্তির ভিত্তি ছিল এটি। কিংকোবরাও মার্কিন যুদ্ধবিমান, যেটি যুদ্ধের সময় সোভিয়েত বাহিনী ব্যবহার করেছিল।

সূত্র: রয়টার্স