ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১৩ ২১:৪৮:২৯


ফেনীতে এক কিশোরীকে ধর্ষণ মামলায় আবু বকর ছিদ্দিক সোহাগ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৩ নভেম্বর) ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু বকর ছিদ্দিক ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মনির আহম্মদ ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ৪ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে ওই কিশোরীকে একটি নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন আবু বকর। সেখান থেকে বাড়ি ফেরার পথে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় এক ব্যক্তি তাকে বাড়ি নিয়ে যান। পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা করেন। মামলার শুনানি ও ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এম জি