‘রাশিয়া এখনও ভাণ্ডারের সব ধরনের অস্ত্র ব্যবহার করেনি’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৪ ০৯:৩৪:২০


মস্কো একাই তার শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম উল্লেখ করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে রাশিয়া একাই রুখে দাঁড়িয়েছে এবং লড়াই করছে।

সম্প্রতি এক টেলিগ্রাম চ্যানেলে এসব কথা লিখেছেন তিনি।

সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনাইটেড রাশিয়া দলের নেতা।

মেদভেদেভ ইনস্টাগ্রামে দেয়া পোস্টে আরো লিখেছেন, রাশিয়া এখনও তার অস্ত্র ভাণ্ডারের সব ধরনের অস্ত্র ব্যবহার করেনি এবং শত্রুর সম্ভাব্য সব লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। সবকিছুর জন্য এখনো সময় পড়ে রয়েছে।

তিনি দাবি করেন আগামী দিনের বিশ্ব ব্যবস্থা গঠনের কাজ করছে রাশিয়া। এই ন্যায় সঙ্গত বিশ্ব ব্যবস্থা গঠিত হবে।

সূত্র: নোভানিউজ