দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৪ ১৫:৩৪:৩৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে  ১২.৫৮ শতাংশ কমেছে। আগের কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫৯.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৩৮.৫০ টাকায়।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১১.৮৯ শতাংশ, সিনোবাংলার ১০ শতাংশ, নাভানা ফার্মার ৯.৯৭ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৭৬ শতাংশ, বিডিকমের ৯.৭৬ শতাংশ, জেনেক্সের ৮.৭৯ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮.৭৫ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৮.৭৩ শতাংশ কমেছে।

এনজে