রাজশাহীতে মাদক মামালায় একজনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১৫ ১৫:৪৬:৫৮
রাজশাহীতে সুলতান আলী (৫০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ আসামির উপস্থিতিতে মামলার এ রায় ঘোষণা করেন।
সুলতান আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালের ৮ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহরতলা এলাকায় অভিযান চালিয়ে ১০৭ গ্রাম হেরোইনসহ সুলতানকে গ্রেফতার করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
গ্রেফতারের পর থেকেই আসামি কারাগারে ছিলেন। এ অবস্থায় মামলার অভিযোগপত্র দাখিল হলে আদালতে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আজ (মঙ্গলবার) আদালত রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু।
এম জি