তিন খাতে জার্মানির সঙ্গে ৪৫ মিলিয়ন ইউরোর চুক্তি বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৫ ২১:১২:০১
দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় জলবায়ু সংকট মোকাবিলা, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও উচ্চশিক্ষার মানোন্নয়নে জার্মানির সঙ্গে প্রায় ৪৫ মিলিয়ন ইউরোর (৪৪ দশমিক ৯৩) চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং জার্মানের পক্ষে জার্মান উন্নয়ন সংস্থার (জিআইজেড) কান্ট্রি ডিরেক্টর ড. এনড্রেয়াস কুক ও জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের (কেএফডব্লিউ) কান্ট্রি ডিরেক্টর মাইকেল সামসার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
গাইবান্ধা সদর, ইসলামপুর ও সিরাজগঞ্জ পৌরসভার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে ৩৩ দশমিক ৫০ মিলিয়ন ইউরোর একটি চুক্তি সই হয়েছে। বলা হয়েছে— উত্তরবঙ্গের এ তিন এলাকায় স্বল্প, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকি চিহ্নিত করা হবে। এছাড়া এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের পরও যাতে জীবনমানের উন্নয়নে বাধা সৃষ্টি না হয় এবং খাদ্য নিরাপত্তায় গ্রামাঞ্চলে যাতে কোনো সংকট তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ৮ দশমিক ৪৩ মিলিয়ন ইউরোর দুটি আলাদা চুক্তি হয়েছে। এর মধ্যে গ্রিড-কানেক্টেড রিনিউয়েবল এনার্জি সিস্টেম সম্প্রসারণের দ্বিতীয় পর্যায়কে তরান্বিত করার লক্ষ্যে ৫ মিলিয়ন ইউরোর ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে ৩ দশমিক ৪৩ মিলিয়ন ইউরোর চুক্তি সই হয়েছে।
পাশাপাশি টেক্সটাইল খাতে বিশেষজ্ঞ ও ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) সঙ্গে ৩ মিলিয়ন ইউরোর আরেকটি চুক্তি সই হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে কেএফডব্লিউ, জিআইজেড ও ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ