তীব্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছে মানুষ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৬ ১৪:২৬:১৮


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এসব করে বিএনপিকে রুখতে পারবে না সরকার।

বিএনপি মহাসচিব বলেন, তীব্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছে মানুষ। আর এসবের মধ্য দিয়েই সরকারের পতন ঘটবে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ নেতাদের খেলা হবে এই মন্তব্যের উত্তরে মির্জা ফখরুল বলেন, কে, কী বলছে, তা বলতে দিন। আমাদের নিজেদের লক্ষ্যে অটুট থাকতে হবে। এখন রাজনীতির খারাপ সময় যাচ্ছে। তাই দেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

এম জি