বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৭ ০৯:২৪:৫২
বিশ্ববাজারে সপ্তাহজুড়ে অব্যাহত বৃদ্ধির পর অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাজারসংশ্লিষ্টরা বলছেন, পোল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য বিনিয়োগকারীদের উদ্বেগকে কিছুটা প্রশমন করেছে। এ কারণেই মূল্যবান ধাতুটির বাজার নিম্নমুখী ছিল। খবর রয়টার্স।
রাশিয়া ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে বলে গুঞ্জন উঠলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। রাজনৈতিক সংকটে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের দাম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দেয়। কিন্তু জো বাইডেন এ গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেন, এটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রতিক্রিয়ার পর বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরেছে।
গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৭২ ডলার ৯৫ সেন্টে। এর একদিন আগেও ধাতুটির দাম বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছিল।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য অপরিবর্তিতই ছিল। এক্ষেত্রে প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৭৭৬ ডলারে।
এনজে