ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৭ ০৯:১৩:০৭


বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বুধবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারণের বিষয়টিও নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।

জানা গেছে, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় যুব মহিলা লীগের সম্মেলনও পেছানো হয়।

এম জি