বার্জার পেইন্টসের সাবেক এমডি মসিহ-উল-করিম মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৭ ২১:১৩:৩৮
বার্জার পেইন্টস বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মসিহ-উল-করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তিনি ঢাকায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মসিহ-উল-করিম ১৯৯২ সালে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৮ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়েছেন। অবসর নেওয়ার পর তিনি বার্জার পেইন্টসের উপদেষ্টা ছিলেন।
বার্জার পেইন্টসে যোগ দেওয়ার আগে মসিহ-উল-করিম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, হয়েস্ট ফার্মাসিউটিক্যাল, কেয়ার ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফরেন ইনভেস্টর চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে ছিলেন।
মসিহ-উল-করিমের জন্ম ১৯৪০ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ালেখা করেছেন। পরে তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় লোক প্রশাসনের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।
মসিহ-উল-করিম তার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এএ