এলএমইতে কমেছে তামা ও আকরিক লোহার দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৯ ০৯:১১:০৯
চীনে মহামারি করোনার জিরো নীতি নিয়ে শঙ্কা, ডলারের বিনিময় হার বৃদ্ধিতে তামার দামে নেতিবাচক প্রবণতা বিরাজ করছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে সম্প্রতি তামার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি ৮ হাজার ১৩৫ ডলারে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার তামার দাম পাঁচ মাসের সর্বোচ্চে দাঁড়িয়েছিল। অর্থনীতি চাঙ্গায় চীনের করোনা নীতি শিথিলের সিদ্ধান্তে এ শিল্পপণ্যের চাহিদা বেড়েছিল। কিন্তু নতুন করে সংক্রমণের খবর সামনে আসা এবং নতুন লকডাউনের উদ্বেগের কারণে ফের তামার চাহিদায় শ্লথগতি দেখা গেছে।
এদিকে তামার দামের পাশাপাশি আকরিক লোহার দামও কমেছে। সম্প্রতি চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ বাজারে আকরিক লোহার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি ৭২৩ ইউয়ান বা ১০১ ডলার ৩৮ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম ৩ দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ৯৪ ডলারে দাঁড়িয়েছে।
এনজে