নির্বাচনে মাহাথিরের প্রথম পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২০ ০৯:৩৭:৩৩


মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার ৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হয়েছেন। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ হয়। নির্বাচনে লংকাউই আসনে হেরে গেছেন তিনি।

এটি ৯৭ বছর বয়সী এ রাজনীতিবিদের শেষ নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেছিলেন, তিনি হেরে গেলে রাজনীতি থেকে অবসর নেবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাহাথির দুই দফায় দুই দশকের বেশি সময়ে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৬৯ সালের পর নির্বাচনে এটি মাহাথিরের প্রথম হার। এবারের নির্বাচনে লংকাউই আসনে পাঁচ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চতুর্থ হয়েছেন মাহাথির। এ আসনে জয়ী হয়েছেন পেরিকাতান জোট থেকে নির্বাচন করা মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ।

এর আগে মাহাথির মোহাম্মদ একটি জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতাসীন বারিসান ন্যাশনালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনে প্রচার চালান।

এম জি