দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২১ ১৫:৩৮:৫৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (২১ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। ফলে ডিএসইর টপটেন গেইনারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৭৫ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৯৪ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ), প্রিমিয়ার ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং অ্যান্ড মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এনজে