অস্ত্র মামলায় ৩ জঙ্গির যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২১ ১৭:০০:২৫
লালমনিরহাটে অস্ত্র মামলায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৩ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া অপর এক মামলায় ওই তিনজনসহ মোট চারজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।
অস্ত্র মামলায় যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন-পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার লুৎফর রহমানের ছেলে আসাদুজ্জামান, একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিক ও সোহাগপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মোকলেছুর রহমান। অন্যদিকে সন্ত্রাস বিরোধী আইনে একই উপজেলার মির্জার কোট গ্রামের মজিবর রহমানের ছেলে তফিজুল ইসলামকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩ এর একটি দল পাটগ্রাম পৌরসভার একটি এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র,ম্যাগজিন, গুলি ও জেহাদি বই উদ্ধার করা হয়। আদালতে জঙ্গিদের হাজির করার সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ।
এম জি