মেক্সিকোতে ৪ দিনে ১৬ হাজারের বেশি অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২২ ১০:৪১:৩৭


মেক্সিকোতে গত চার দিনে ১৬ হাজারের বেশি বিদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে প্রায় পাঁচ হাজার অভিবাসী ভেনেজুয়েলার নাগরিক। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশনের (আইএনএম) বরাতে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

আইএনএম জানিয়েছে, মেক্সিকোর ২২টি প্রদেশে ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে ১৬ হাজার ৯৬ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বিশ্বের ৪৬টি দেশের নাগরিক রয়েছেন।

আটক অভিবাসীদের মধ্যে অধিকাংশই মধ্য ও দক্ষিণ আমেরিকান বিভিন্ন দেশের নাগরিক। এর মধ্যে ভেনেজুয়েলার ৪ হাজার ৯৬৮ জন, নিকারাগুয়ার ১ হাজার ৩৮৬, হন্ডুরাসের ১ হাজার ৩১১ ও ইকুয়েডরের ১ হাজার ২৮৫ জন নাগরিক রয়েছেন।

মেক্সিকোর সরকারি সংস্থাটি বলছে, ক্রমে বাড়তে থাকা ঠান্ডা এবং পাচারকারীদের খপ্পরে পড়ার শঙ্কার মধ্যে প্রতিনিয়ত অভিবাসী আসছেন। তাই আগুয়াসকালিয়েন্টেস, চিয়াপাস, দুরাঙ্গো, হিডালগো, পুয়েব্লা, সান লুইস পোটোসি, ভেরাক্রুজ, জাকাতেকাসসহ বেশ কয়েকটি প্রদেশের অভিবাসী অ্যাটেনশন সেন্টারগুলোতে সংস্থাটির পরিষেবা বাড়ানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শাসনামলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হয়ে আসা রেকর্ড সংখ্যক অভিবাসী সমস্যা মোকাবিলা করছেন। এই অভিবাসীর মধ্যে ২০২২ অর্থবছরে শুধু ভেনেজুয়েলা থেকেই এসেছেন ১ লাখ ৮৭ হাজার অভিবাসী।

এম জি