খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-২২ ১৫:১৯:৩৩


উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, শুধু ফসল উৎপাদন করলেই হবে না। পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে। খাদ্যশস্যের পুষ্টিগুণ ঠিক রেখে মজুত করতে হবে। প্রয়োজনে বিদেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ ছাড়া শেখ হাসিনা পরিবেশের ক্ষতি করে যেকোনো কাজ না করারও নির্দেশনাও দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন— প্রকল্প বাস্তবায়নে যেন খালগুলো ভরাট না হয়। ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া অহেতুক ভূমি অধিগ্রহণ না করা যাবে না। এ ছাড়া বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না বলেও নির্দেশনা দেন সরকারপ্রধান।

এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা।

এম জি