বিশ্ববাজারে বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৩ ০৮:৫৮:১১
ডলারের বিনিময় মূল্য কিছুটা কমার প্রভাবে বাড়তির স্বর্ণের আন্তর্জাতিক বাজার। তবে বিনিয়োগকারীরা বর্তমানে মার্কিন ফেডারেল রিজার্ভের চলতি মাসে অনুষ্ঠেয় বৈঠকের অপেক্ষায় আছেন। ভবিষ্যতে সুদের হার আরো বাড়ানো হবে কিনা, সে বিষয়ে এ বৈঠক থেকে ধারণা পাওয়া যাবে। খবর রয়টার্স।
মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৪০ ডলার ৮৯ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৪২ ডলারে।
চীনে মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটিতে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। এতে সেখানকার বিনিয়োগকারীরা ডলার সুরক্ষিত রাখাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এ কারণে আগের কার্যদিবসে মূল্যবান ধাতুটির দাম কমে গিয়েছিল। তবে গতকাল তা থেকে পুনরুদ্ধার ঘটেছে।
ফেডারেল রিজার্ভের ব্যাংক অব বোস্টনের প্রধান সুজান কলিনস জানান, কেন্দ্রীয় ব্যাংকটি আগামীতে সুদের হার আরো বাড়াতে পারে। এবারো ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনাই বেশি।
এনজে