সিএসই’র পরিচালক হলেন নাসির উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-২৪ ২০:০১:৫৮


চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর পরিচালক হলেন পুঁজিবাজারের সফল ব্যক্তি লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর ক্যাপিটাল মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, লিজিং এবং ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বিডিভেঞ্চার লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ