কুমিল্লায় বিএনপির গণসমাবেশ আজ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৬ ১০:০৭:৪৭


কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (২৬ নবেম্বর) অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে, গণসমাবেশ শনিবার অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার থেকেই আশেপাশের জেলা থেকে কুমিল্লায় নেতাকর্মীরা আসতে থাকেন। সমাবেশস্থল টাউনহল মাঠে অবস্থান নিয়ে সেখানেই রাত কাটান তারা।

বৃহস্পতিবার থেকেই মূলত মিছিল-স্লোগানে মুখরিত হয়ে ওঠে টাউনহল এলাকা। নেতাকর্মীরা জানান, পথে পথে বাধার আশঙ্কায় আগেভাগেই কুমিল্লায় পৌঁছেছেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, সমাবেশে লোকসমাগম ঠেকাতে বিভিন্নস্থানে নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে।

এম জি