সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৬ ১০:১৩:৪২
সুনামগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক-শ্রমিকরা। দিনব্যাপী কর্মবিরতির পর প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের এই কর্মসূচি থেকে সরে আসে তারা।
জানা গেছে, পুলিশি হয়রানি বন্ধ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করেছে সুনামগঞ্জের পরিবহন শ্রমিকরা। এ সময় জেলাটির সাথে গণপরিবহনে দূরপাল্লার যোগাযোগ বন্ধ ছিলো। অবশেষে ১১ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করে তারা।
এদিকে, ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ রুটের বাস চলাচলও বন্ধ ছিলো। এছাড়া মাইক্রোবাস-প্রাইভেটকার চলাচলেও বাধা দেয় পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
পরে, সন্ধ্যায় পরিবহন মালিক-শ্রমিকদের সাথে প্রশাসনের বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
এম জি