স্কুল থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার, বাবা আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৬ ১০:৩৭:৩৭
দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে দুই ভাইয়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের বাবাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিরল উপজেলার মঙ্গলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার সকালে বিরলের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরিফুল ইসলামের দুই ছেলে সাত বছর বয়সী মো. রিমন ও তিন বছর বয়সী মো. ইমরানের মরদেহ উদ্ধার করা হয়। তদের বাড়ি উপজেলার শংকরপুর ঘোড়ানীর গ্রামে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসলাম উদ্দিন জানান, ঘটনার পর থেকে শরিফুল পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ দিনভর অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে শরিফুলের সঙ্গে তার স্ত্রীর বিয়ে বিচ্ছেদ হয়। দুই সন্তান কার কাছে থাকবে এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শিশু দুটি বাবার কাছেই থাকত। তাদের দাদি দেখাশোনা করত। বৃহস্পতিবার রাত থেকে তারা নিখোঁজ ছিল।
এম জি