কাজ করে সমালোচনার জবাব দেবো: কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৬ ১৩:২৪:১৮


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।

কাদের বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যারা সমালোচনা করছে, করুক। আমরা কাজ করে এর জবাব দেব।

শনিবার (২৬ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু টানেলের বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামেও মেট্রোরেল করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের পাশাপাশি আরও দুটি সার্ভিস লেন করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রশস্তকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের করে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

কাদের বলেন, সর্বোপরি বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ বানানো।

এম জি