গাড়ির ধাক্কায় এসআই নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৬ ১৫:৩৬:৪৭


নরসিংদীর শিবপুর থানার আমতলা জুট মিলের সামনে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তির নাম মো. সবুজ মিয়া (৩২)। তিনি ডেমরা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার এসআই মোহাম্মদ ফারুক মোল্লা জানান, নিহত সবুজ ডেমরা থানায় পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি নরসিংদী যাওয়ার সময় আমতলা জুট মিলের সামনে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এম জি