চাঁদপুরে আবারও সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই ৩ মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৬ ২১:৫৭:২১


চাঁদপুরের মতলব উত্তরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী শান্ত মিয়াজি (২৫), মো. রাসেল (২০) এবং ট্রলির চালক সেলিম মিয়া (৩০)।

তাদের সবার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, দুটি যানই বেপরোয়া গতিতে চলার কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিগাড়িটি কালীপুর থেকে খাগুরিয়া যাচ্ছিল। এবং মোটরসাইকেলটি বেলতলি হতে কালীপুর অতিক্রমকালে হাপানিয়া ভূঁইয়া বাড়ির সম্মুখের বেরিবাঁধের সড়কে সংঘর্ষ হয়।

নিহতের তথ্য নিশ্চিত করে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হাসিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত অবস্থায় বাইকে থাকা তানভীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার একই উপজেলায় দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন ও সালাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এএ