বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৭ ০৮:৪৮:২৯
প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। এমন ম্যাচে দুর্দান্ত জয়ের দেখা পেল টিম আর্জেন্টিনা।
খেলার শুরুতে আর্জেন্টিনা নিয়ন্ত্রণ নেয়। কিন্তু মেক্সিকোও ম্যাচে অধিকার ধরে রাখে। লা আলবিসেলেস্তে বল ধরে রাখলে মেক্সিকান খেলোয়াড়রা ফিরিয়ে দিতে প্রস্তুত থাকে। খেলার ২৫ মিনিটে ৬৭ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। এই সময়ে দুই দলের কোনো দল ভালো শট নিতে পারেনি।
আর্জেন্টিনা আক্রমণের পর আক্রমণ করে কিন্তু মেক্সিকানরা আক্রমণ প্রতিহত করে। নির্ধারিত ৪৫ মিনিট খেলা শেষে ৫ মিনিট স্টপেজ টাইম নির্ধারণ করা হয়। কিন্তু এই সময়েও দুই দলের কোনো দল গোল করতে পারেনি।
দুই দলই একটা করে ফ্রি কিক পায়, মেক্সিকো বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি কিকটা থেকে মেসির শট অনেকটা অনায়াসেই ঠেকিয়েছেন ওচোয়া। অন্যদিকে আর্জেন্টিনা বক্সের সামনে পাওয়া ফ্রি কিকটা একটু এদিক ওদিক হলে গোল হয়ে যেতে পারত। মার্টিনেজ ছিলেন বলে রক্ষা। ডান দিকে ঝাঁপিয়ে বলটা আয়ত্বে নিতে হয় তাকে। গোল হজম থেকে প্রথমার্ধে রক্ষা পায় আর্জেন্টিনা।
অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে ডান দিক থেকে ডি-মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। বাঁ পায়ের মেসির গড়ানো শট গোলকিপার ওচোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
গোল পাওয়ায় আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলে আর্জেন্টিনা। আরও একটি গোল করে জয় নিশ্চিত করার লক্ষ্য নেয় মেসিরা। পাল্টা মেক্সিকোও চাপ দিতে থাকে সমতা ফেরানোর জন্য।
৮৭ মিনিটে বক্সের ডান দিক থেকে দু’জন ডিফেন্ডারকে পায়ের দোলায় কাটিয়ে গোলের কোণ দিয়ে বল জালে জড়ান তরুণ এনজ়ো ফের্নান্দেস। ম্যাচ কার্যত মেসিদের পকেটে চলে আসে। সৌদির কাছে প্রথম ম্যাচ হারার পর দুর্দান্তভাবে ফিরল আর্জেন্টিনা।
এম জি