ভোমরায় ২৫ শতাংশ কমেছে চাল আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৭ ০৯:৩০:৫৮


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত চার মাসে ২৫৭ কোটি টাকার বেশি চাল আমদানি হয়েছে। আমদানিকারকরা এ সময় নাজিরশাইল, মিনিকেট, স্বর্ণা, রত্নাসহ বিভিন্ন জাতের চাল কিনেছেন। গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় আমদানি প্রায় ২৫ শতাংশ কমেছে।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এলসি খুলছে না। এ কারণে আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। তাছাড়া বাজারে নতুন চাল ওঠার কারণেও আমদানিতে নিম্নমুখিতা তৈরি হয়েছে।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গিয়েছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এ বন্দর দিয়ে ৬৬ হাজার ৩২ টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ৮ হাজার ৩১৩ টন, আগস্টে ১১ হাজার ১৭৬ টন, সেপ্টেম্বরে ৩০ হাজার ৮২৩ টন এবং অক্টোবরে ১৫ হাজার ৭১৭ টন। যার মূল্য ২৫৭ কোটি ৩ লাখ টাকা। রফতানীকৃত এসব চাল থেকে সরকার রাজস্ব আদায় করেছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা।

অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ৮৫ হাজার ৩১২ টন। আমদানীকৃত এসব চালের মূল্য ছিল ২৯৫ কোটি ৬১ লাখ টাকা। যেখান থেকে সরকার রাজস্ব আয় করে ৩৪ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসেবে গত অর্থবছরের তুলনায় ১৯ হাজার ২৮০ টন আমদানি কমেছে।

এনজে