বাসের চাকায় পিষ্ট বাবা-মা-মেয়ের প্রাণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১১-২৭ ১২:৫১:৪০
ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ডেবাডাঙ্গী নামের স্থানে ঢাকাগামী কোচ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন মারা গেছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হরিহরপুর গ্রামের মাসুদ (৫০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৭)এবং মেয়ে মেহেরুন (১৩)। মেয়ে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রোববার সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দেয়।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই হাফিজা বেগম মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এম জি