দেশে ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৭ ১৪:২১:৫৫


থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রোববার (২৭ নভেম্বর) দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রওশন এরশাদ গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ দেশে ফিরলেন তিনি।

রওশনের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভিড় করেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেটে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনকে সামনে রেখে দলের অবস্থান ও লাঙলের প্রার্থী ঘোষণা করবেন সংসদের বিরোধীদলীয় এই নেতা।

এম জি